সাভারে ট্রাক চাপায় তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাকে বহনকারী অটোরিক্সার চালকও আহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের তুরাগ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ এমদাদ হোসেন (৫৫)। তিনি সাভারের রাজফুলবাড়িয়া এলাকার মোহাব্বত আলীর ছেলে এবং স্থানীয় তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তবে তিনি পরিবার নিয়ে রাজধানীর ধানমন্ডি এলাকায় থাকতেন।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের মরদেহসহ ঘাতক ট্রাক এবং দুর্ঘটনা কবলিত অটোরিক্সাটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এছাড়া আহত অটোরিক্সার চালককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও এর চালক ও সহযোগী পালিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৭ টার দিকে এমদাদ হোসেন অটোরিকশা যোগে রাজধানীর ধানমন্ডি থেকে নিজ এলাকা সাভারের রাজফুলবাড়িয়া আসছিলেন। তাকে বহনকারী অটোরিক্সাটি ঢাকা-আরিচা মহাসড়কের তুরাগ এলাকায় পৌছলে পেছন থেকে আসা বেপরোয়া গতির একটি ইটবোঝাই ট্রাক অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার আরোহী এমদাদ হোসেন মারা যান।
সাভারের ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) এনামুল হক জানান, দুর্ঘটনায় প্রাণ হারানো ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির মৃতদেহটি আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটির চালককে আটকের চেষ্টা চলছে।
Leave a Reply