1. nasiruddinsami@gmail.com : sadmin :
সাভারে 'চুল বিক্রি করে শিশুর খাবার কেনা' গুজবে তিনজনের বিরুদ্ধে মামলা - সংবাদ সারাদেশ ২৪
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০২:০২ পূর্বাহ্ন

সাভারে ‘চুল বিক্রি করে শিশুর খাবার কেনা’ গুজবে তিনজনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
  • ৮৫ বার

সাভার (ঢাকা) সংবাদদাতাঃ

সাভারে অভাবের তাড়নায় এক গৃহবধূর মাথার চুল বিক্রি করে বাচ্চাদের দুধ কেনার গুজব ছড়ানোর অভিযোগ এনে তিন জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ বিষয়ে খবর প্রকাশের পর তা সঠিক নয় বলে স্থানীয় প্রশাসনের তদন্তে বের হয়ে আসে।

সাভার থানা সূত্রে জানা যায়, সাবেক ছাত্রলীগ নেতা রমিজউদ্দিন মিশু বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। তদন্তের সাপেক্ষে এই মুহূর্তে মামলা সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব নয় বলে জানান থানা কর্তৃপক্ষ।

এদিকে সাভারে তোলপাড় সৃষ্টি হওয়া এই নারীর কাছ থেকে জানা যায়, প্রায় দেড় মাস আগেই সে তার চুল বিক্রি করে স্থানীয় এক ফেরিওয়ালার কাছে। সারা দেশে আলোচিত হওয়া এমন একটি মিথ্যা ঘটনা যাচাই ছাড়া প্রচার করা উচিত হয়নি বলে জানায় সাভারের স্থানীয় জন প্রশাসন কর্মকর্তারা।

ঘটনাক্রমে জানা যায়, মঙ্গলবার ব্যাংক কলোনি মহল্লার এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই নারীর চুল বিক্রি করে বাচ্চার দুধ জোগাড়ের কথা ফেসবুক স্ট্যাটাস পোষ্ট করার পর হইচই পড়ে যায়। রাতেই জনপ্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, সমাজকর্মীসহ অনেকে ত্রাণ নিয়ে তার বাড়িতে ছুটে যান। বুধবার সকালে স্থানীয় প্রশাসনের লোকজন ঘটনাটি তদন্তে নামে। তদন্ত শেষে আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান জানান, ওই মহিলা সাথী বেগম দিনমজুরের স্ত্রী ও দুই সন্তানের জননী। দেশে করোনা ভাইরাস দেখা দেয়ার দেড় মাস আগে তার মাথার চুল বিক্রি করেছেন। এ ছাড়া তিনি তার অভাবের কথা স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা কারো কাছেই আগে জানান নি।

সাথী জানান, তিনি অভাবের জন্য সাহায্যের খোঁজে কারো কাছে যাননি। চুল বিক্রির কথাও আগ বাড়িয়ে তিনি কাউকে বলেননি। পাশের রুমের ‘খালা’ এসব প্রচার করেছেন। অবশ্য পাশের রুমের সেই মুইফুল বেগম দাবি করেছেন, তিনি এতো কিছু বুঝে কথাগুলো বলেননি। কাজ করতে গিয়ে এমনি কথা প্রসঙ্গে তিনি চুল বিক্রির কথা জানান।

এ ঘটনাকে ‘আরেকটি বাসন্তী নাটক’ হিসেবে মনে করছেন অনেকেই।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2023 SangbadSaraDesh24.Com
Theme Customized By BreakingNews