সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতাঃ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন সাটুরিয়া প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিয় সভা করেছেন। ৫ অগ্রহায়ণ ২০ নভেম্বর ( বুধবার) দুপুর ১২টার দিকে সাটুরিয়া উপজলো পরিষদ মিলনায়তনে ফুলের শুভেচ্ছা গ্রহণের পর স্বাগত বক্তব্য রাখেন মো. ইকবাল হোসেন। সাটুরিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, অলক রায়, সাটুরিয়া সাংবাদিক সমিতির সভাপতি ও প্রেসক্লাবের সদস্য মো. আপেল মাহমুদ চৌধুরী, সদস্য আব্দুস সালাম শফিকসহ আরও অনেকেই। এসময় প্রেসক্লাবের সহ সভাপতি মো. শহিদুল ইসলাম খোকন, যুগ্ম সম্পাদক মো. আল মামুন, অর্থ সম্পাদক মো. মইনুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম শিরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাহাবুবুর রহমান রানা, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান মনি, কার্যকরী সদস্য মো. হোসেন জয়, সদস্য মো. মোতালেব হোসেন, মো. কাওসার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply