সংবাদ সারাদেশ টোয়েন্টিফোর.কম ডেস্ক
মানিকগঞ্জের সাটুরিয়ার রাইল্যা এলাকায় বজ্রপাতে শাবানা আক্তার (২০) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আশরাফুল আলম।
বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান ত
নিহত শাবানা রাইল্যা গ্রামের আলাল উদ্দিনের মেয়ে এবং মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক শেষ বর্ষের ছাত্রী।
শাবানার এক প্রতিবেশী জানান, সন্ধ্যার একটু আগে বাড়িতে গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন শাবানা। এ সময় বজ্রপাতে গুরুতরভাবে আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাবানাকে মৃত ঘোষণা করেন।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: আশরাফুল আলম বলেন, নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে।
Leave a Reply