1. nasiruddinsami@gmail.com : sadmin :
সাটুরিয়ায় পুলিশের স্ত্রী-কন্যাকে মারপিটের অভিযোগ - সংবাদ সারাদেশ ২৪
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০২:০২ পূর্বাহ্ন

সাটুরিয়ায় পুলিশের স্ত্রী-কন্যাকে মারপিটের অভিযোগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
  • ৮০ বার

 সাটুরিয়া সংবাদদাতা

বাড়ির পাশের সবজি খেতের ওপর দিয়ে ট্রাক চলাচলে বাধা দেওয়ায় মানিকগঞ্জের সাটুরিয়ায় এক পুলিশ সদস্যর স্ত্রী ও মেয়েকে মারধোরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই পুলিশ সদস্যর স্ত্রী রওশনারা বেগম সাটুরিয়া থানায় অভিযোগ দিলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।

গত বুধবার সকালে উপজেলার ঘিওর গ্রামে ওই ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার রওশনারার স্বামী গোপালগঞ্জের মোকসেদপুর থানায় কনস্টেবল পদে চাকরীরত। তার ছেলেও নারায়নগঞ্জ জেলা পুলিশে কনস্টেবল পদে রয়েছে।

লিখিত অভিযোগে প্রকাশ, গত বুধবার সকালে রওশনারার বাড়ির দক্ষিণ পাশের বরবটি খেতের ওপর দিয়ে ট্রাক দিয়ে মাটি নিচ্ছিল একই গ্রামের মোজার ছেলে তারা মিয়া (৫০)। খেতের ওপর ট্রাক চলাচল করায় তাদের আনুমানিক ২০ হাজার টাকার সবজি নষ্ট হয়ে যায়। এনিয়ে রওশনারা ভাতিজা সোহেল রানা ট্রাক চলাচলে বাধা দেয়।

‘এতে ওই গ্রামের আহম্মদ আলীর ছেলে জনি (৩৫), হাশেম আলীর ছেলে জলিল (৫৫), মহর উদ্দিনের ছেলে আতাউর রহমান (৫৫), লতিফের ছেলে আজিজুল (২৫), মান্নানসহ ২০/২০ জন লাঠিসোটা নিয়ে রওশনারার বাড়িতে ঢুকে সোহেলকে খোঁজাখুজি করে। তারা সোহেলকে না পেয়ে রওশনারাকে গালিগালাজ করতে থাকে। বিষয়টি নিয়ে রওশনারার মেয়ে লুৎফা আক্তার প্রতিবাদ করলে জনি তাকে মারধোর করে গলার চেইন ছিনিয়ে নেয়। মেয়েকে উদ্ধার করতে গেলে হামলাকারীরা রওশনারাকে মারপিট করে বা ভেঙ্গে ফেলে।’

পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

রওশনারা অভিযোগ করেন বলেন, আমাকে মেরে পা ভেঙ্গে দিলেও এর কোন বিচার পেলামনা। পুলিশের স্ত্রী ও মা হয়েও থানায় আমাদের অভিযোগ আমলে নেওয়া হয়নি।

এদিকে রওশনারার আরেক ভাতিজা আকবর আলীর ছেলে নুরুজ্জামান নিশাদ বলেন, এই ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে রওশনারার মামলার আসামী ওয়ার্ড আলীগ নেতা আব্দুল জলিল ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। পরে আদালত থেকে সে জামিন নিয়ে মুক্ত হন।

এ ব্যাপারে আব্দুল জলিল জানান, ওই দিন সকালে তিনি ঘিওর বাজারে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করছিলেন। এসময় নিশাদসহ কয়েকজন তাকে মারপিট করে। তবে তারা কেন তাকে মারপিট করেছে সেটা তিনি জানাতে পারেননি। পরে তিনি থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ নিশাদকে আটক করে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান মিঞা জানান, ঘটনাটি একটা সাধারণ বিষয়। করোনাভাইরাস সংক্রমন ঠেকানো কার্যক্রমে কিছু ছেলেপেলে বাধা প্রদান করে এনিয়ে দুই পক্ষের মধ্যে তকবিতর্ক ও মারামারির ঘটনা ঘটে। পরে দুই পক্ষই অভিযোগ দেয়। একপক্ষের অভিযোগ নেওয়া হয়েছে। তবে রওশনারার অভিযোগটি অধিকাংশই মিথ্যা। বিষয়টি নিয়ে মীমাংসার চেষ্টা চলছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2023 SangbadSaraDesh24.Com
Theme Customized By BreakingNews