নিজস্ব প্রতিনিধিঃ
খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন,সমকামিতাসহ পশ্চিমা অসভ্যতা আমদানি করার পাঁয়তারা করলে বুকের রক্ত দিয়ে আমরা প্রতিহত করব। ইসলামবিরোধী কোনো এজেন্ডা পশ্চিমা বিশ্ব থেকে চাপিয়ে দেওয়া হলে আমরা রুখে দাঁড়াবো। ওরা আমাদের নবীকে গালি দেবে, আর আপনারা তাদের ইলিশ মাছ পাঠাবেন, এদেশের মানুষ সেটাকে ভালো চোখে দেখে না।
।রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে মানিকগঞ্জের সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার ও সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত গণসমাবেশে ন।মামুনুল হক বলেন, ‘মহানবী (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিত কটূক্তি করবে আর আপনারা ভারতে ইলিশ পাঠাবেন তা আমরা হতে দেব না। না খেয়ে থাকবো, প্রয়োজনে মানুষ পেটে পাথর বাঁধবে তবুও ইলিশ পাঠাতে দেব না। প্রয়োজনে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। অপরটৈ হলো বৈবাহিক ধর্ষণের নামে বাংলাদেশের ঘরে ঘরে স্বামী-স্ত্রীদের মধ্যে অশান্তির দাবানল জ্বালিয়ে দেওয়ার পাঁয়তারাও চলছে। তারা মুসলিম বিশ্বের পরিবার ব্যবস্থাকে ধ্বংস করতে চায়।হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান, বিশেষ অতিথি হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মুফতি নাজমুল হাসান কাসেমী ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব। আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামীর যুগ্ম মহাসচিব মুফতি ফজলুল করিম কাসেমী, সহকারী মহাসচিব মুফতি আহমাদ আলী কাসেমী, মাওলানা আতাউল্লাহ্ আমিন, সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ ও হেফাজতে ইসলাম সিংগাইর উপজেলা শাখার সভাপতি মুফতি আব্দুল ওয়াহাব, সহসভাপতি মুফতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ্ ফারকীসহ সংগঠনটির স্থানীয় নেতারা।আন্তর্জাতিক অপরাধ আইনে সংস্কারের নামে বেশকিছু বিষয় অন্তর্ভুক্তি করার পাঁয়তারা চলছে বলে দাবি করেন তিনি
Leave a Reply