নিজস্ব প্রতিনিধি
: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মাঠে বর্তমানে ইরি-বোরো ধানের সবুজ কেতন উড়ছে । উপজেলায় ১১ টি ১ টি পৌরসভার দিগন্ত জুড়ে ইরি-বোরো ধানের সবুজ রঙে ভরা মাঠ ।চলতি -বোরো মৌসুমে ধানের ভাল ফলনের আশা করছেন চাষিরা। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে আধুনিক পদ্ধতিতে আগাম ধান চাষ করায় কোন প্রাকৃতিক দূযোগ এখন পযর্ন্ত হানা না দেওয়ায় উপজেলায় বোরো ধানে সবুজে ভরা মাঠে এখন দোল খাচ্ছে ধানের গাছ। সিংগাইর কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে। সিংগাইর কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরে উপজেলার ১১ টিইউনিয়নে ও ১ টি পৌরসভায় ৮ হাজার ৫শ হেক্টর জমিতে বোরা ধান চাষের লক্ষ মাত্র নির্ধারণ করা হয় এতে ৫২০০০-৫৫০০০ মেট্রিক টন ফসল উদপাদন হবে বলে আশা করছি। চলতি মৌসুমে সিংগাইরে গভীর নলকূপ ৩৩টি, বিদ্যুৎ চালিত ব্যক্তিগত ১ হাজার ৫৮ টি, অগভীর বিদ্যুৎ ও ডিজেল চালিত ২ হাজার ৯০০টি, নদী থেকে এলএল পিবিদ্যুৎ চালিত পাম্প ৩১টি’র মাধ্যমে আবাদিইরি-বোরোধান ক্ষেতে সেচ প্রদান করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় সঠিক সময়ে চারা লাগানো নিবিড় পরিচর্যা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, যথা সময়ে সেচ দেওয়া ও সার সংকট না থাকায় উপজেলায় চলতি মৌসুমে -বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় পরিবেশের ভারসাম্য রক্ষায় রাসায়নিক ও কীট নাশক ব্যবহারে কৃষকদের নিরুৎসাহিত করছেন মাঠ পর্যায়ে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তারা । আইপিএম (বালাইসমন্বিতশস্যব্যবস্থাপনা) ক্লাবের মাধ্যমে আলোক ফাঁদে এবং বোরো ক্ষেতে পার্চিং দিয়ে পোকা নিধনে কৃষকদের উৎসাহিত করায় রোগ বালাই এ বছর কম দেখা যাচ্ছে ।ইতি মধ্য ই ধানেশীষ প্রায় শতভাগ বের হচ্ছে কিছু কিছু স্থানে ধানকাটা শুরু হয়েছে। সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পুর্ব ভাকুম গ্রামের কৃষক গোলাম মোস্তফা জানান, আমার বিদ্যুৎ পজেটে চলতি বোরো মৌসুমে ৩৫ বিঘা জমিতে ধান চাষ করা হয়েছে ।কোনো ধরণের দুর্যোগ না ঘটলে বিগত বছরগুলোর তুলনায় এ বছর ধানের ফলন বেশি হবে বলে আশা করছি ।কাটা –মাড়া ই মৌসুমে ধানের দর ভাল পেলে কিছুটা লাভবান হওয়ার সুযোগ রয়েছে ।তার পর ও কয়েক দিন ধরে কাল বৈশাখীঝড়ের আতংকে আছি। কৃষি কর্মকর্তা কৃষিবিটিপু সুলতার স্বপন বলেন, চলতি মৌসুমে উপজেলায় লক্ষ্য মাত্রার চেয়ে বেশি ধান চাষ হয়েছে । শুরু থেকেই কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদেরকে সঠিক সময়ে চারা লাগানো, নিবিড় পর্যবেক্ষণ, সার ও কীটনাশক প্রয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে উপজেলায় বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে ।মাঠ পর্যায়ে আমার লোকজন কৃষকের সাথে ধান ঠিক রাখার লক্ষ্যে প্রয়োজনীয় সকল ধরণের পরামর্শ দিয়ে যাচ্ছে।
|
Leave a Reply