জাতীয়,রাজনীতি,আন্তর্জাতিক,খেলা, বিনোদনসহ পাঠকের চাহিদা অনুযায়ী সকল ধরণের সংবাদ সবার আগে প্রকাশে “সংবাদ সারাদেশ”(অনলাইন) সর্বদা সচেষ্ট।
নিত্য নতুন সকল সংবাদ আরও দ্রুততার সাথে জনমানুষের কাছে পৌঁছে দিতে আমরা সুযোগ দিতে চাই নির্ভীক,উদ্যমী এবং সাংবাদিকতা করতে ইচ্ছুক নবীনদের।
আর এ জন্যই চলার পথে নবীনদের সঙ্গী করতে সারাদেশে(কলেজ,বিশ্ববিদ্যালয়, জেলা ও উপজেলা ) পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।
প্রয়োজনীয় যোগ্যতাঃ
২. সাংবাদিকতা করার প্রবল মানসিক ইচ্ছা।
৩. পরিশ্রমী হতে হবে।
৪. অনুসন্ধানী মানসিকতা।
৫. কোনটি সংবাদ আর কোনটি সংবাদ নয় সে সম্পর্কে ধারণা।
৬. লেখালেখির যোগ্যতা।
৭. ভাষাগত দক্ষতা।
৮.শিক্ষাগত যোগ্যতাঃ
উপজেলা প্রতিনিধিঃ যেকোনো বিভাগের HSC পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
জেলা প্রতিনিধিঃ যেকোনো বিষয় থেকে স্নাতক পাস বা সাধারন ডিগ্রী পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আপনি যদি মনে করেন উপরের সকল যোগ্যতা আপনার আছে। তবে আর দেরি না করে আপনার জীবন বৃত্তান্ত পাঠান আমাদের মোবাইল-০১৭৬৫৫২৮৭৩১. Email-sangbadsaradeshbd@gmail.com
ঢাকা অফিস ২৬২/এ ফকিরেরপুল, মতিঝিল ঢাকা মোবাইল ০১৭৬৫৫২৮৭৩১
Leave a Reply