শিবালয়( মানিকগঞ্জ) সংবাদদাতাঃ মানিকগঞ্জের শিবালয়ে বৈষম্যবিরোধী আন্দোলনকারী যুবক রফিকুল ইসলাম চঞ্চল (২৪) পুলিশের গুলিতে মারা গেছেন। আন্দোলনকারীরা সোমবার দুপুরে পাটুরিয়া নৌফাঁড়িতে আগুন ধরিয়ে দেয়। এসময় আন্দোলনকারীদের প্রতিহত করতে পুলিশ প্রথমে টিয়ারশেল, রাবার বুলেট ও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে আন্দোলনকারীদের দমাতে গুলিবর্ষণ করলে তিনজন গুলিবিদ্ধ হন। আহতের মধ্যে কলেজছাত্র রফিকুল ইসলাম চঞ্চল (২৪) নিহত হন। নিহত চঞ্চল শিবালয় উপজেলার রূপসা গ্রামের রহিজ উদ্দিনের ছেলে। গুলিবিদ্ধ সাকিব হোসেনের অবস্থা সংকটাপন্ন হলে তাকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতালের টিএইচএফপিও ফজলে বারি এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ক্ষুব্ধ কয়েক হাজার আন্দোলনকারী উথলী হাসপাতাল থেকে নিহতের লাশ নিয়ে শিবালয় থানা ঘেরাও করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা শিবালয় থানায় হামলা করে আগুন ধরিয়ে দেয়। এসময় একটি গাড়ি ভস্মীভূত হয়।এ ছাড়া অফিস ভবনেও আগুন ধরিয়ে দেয়া হয়। এসময় তিনজন পুলিশ আহত হন। মানিকগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে দুপুরের পর থেকে মানিকগঞ্জ শহরে আন্দোলনকারীরা দফায় দফায় আনন্দ মিছিল করে। এসময় ক্ষুব্ধ আন্দোলনকারীরা জেলা শহরের আওয়ামী লীগ কার্যালয়, বঙ্গবন্ধু চত্বর, দেবেন্দ্র কলেজের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেলের নিজস্ব মালিকানাধীন বহুতল ভবন স্বর্গ টাওয়ারে হামলা চালায়। জেলা আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলা চালিয়ে তার গাড়ি ভাঙচুর করে।
মানিকগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের মৃত্যু: অসহযোগ আন্দোলনের প্রথম দিনে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু মারা গেছেন। গুরুতর অবস্থায় তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তরিত করা হলে রোববার রাত দেড়টার দিকে তিনি মারা যান। তিনি মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি বিসিবি’র পরিচালক এএম নাঈমুর রহমান দুর্জয়ের চাচা।
রোববার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনকারীদের হামলায় তিনি গুরুতর আহত হন। এসময় তাৎক্ষণিক তাকে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ বাহাউদ্দীন জানান, তার অবস্থা সংকটাপন্ন হলে বিকালেই তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা সাবেক এমপি দুর্জয়। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ ৩ দিনের শোক কর্মসূচি পালনসহ কালোব্যাজ ধারণ করবেন বলে দলীয় সূত্রে জানা যায়।
Leave a Reply