সংবাদ সারাদেশ টোয়েন্টিফোর.কম ডেস্কঃ
মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ে বজ্রপাতে ধীরেন পোদ্দার (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। জমিতে আলু মাপার কাজ শেষে বাড়িতে ফেরার পথে বজ্রপাতে মারা যান তিনি। উপজেলার কলমা ইউনিয়নের বাইনকাইচ এলাকায় বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এঘটনা ঘটে। নিহত ধীরেন পোদ্দার একই এলাকার রুপা পোদ্দারের ছেলে।
ধীরেন পোদ্দারের ভাগ্নি জামাই রঞ্জিত ভদ্র জানান, ধীরেন কৃষি কাজ করেই জীবীকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার জমিতে আলু মাপার কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলে ধীরেন পোদ্দারের মৃত্যু হয়। তার স্ত্রী, ছেলে ও দুই মেয়ে রয়েছে। ধীরেনের মৃত্যুতে বাড়িতে শোকের মাতম চলছে।
Leave a Reply