নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিংগাইর উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল হালিম রাজু এবার তার ঢাকা জেলার সাভার উপজেলার বাসার ভাড়াটিয়াদের
গত এপ্রিল মাসের প্রায় এক লক্ষ টাকার মতো বাসা ভাড়া সম্পূর্ণভাবে মওকুফ করে দিয়েছেন।
এবং তিনি জামির্ত্তা ইউনিয়নবাসীর মধ্যে তার সম্পূর্ণ নিজস্ব তহবিল থেকে ২৫ ০০ পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন। আব্দুল হালিম রাজু সংবাদ সারাদেশ টোয়েন্টিফোরকে বলেন,বর্তমান মহামারি প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে বিশ্ব আজ থমকে গেছে, সেই সাথে থমকে গেছে বিশ্ব অর্থনৈতিক বাজার। বাংলাদেশেও গত প্রায় দেড় মাস যাবৎ সরকারী,আধাসরকারী,বেসরকারী সমস্ত ধরণের মিল কারখানা বন্ধ হয়ে আছে । সেই সাথে বন্ধ হয়ে আছে নিন্ম ,মধ্যম আয়ের মানুষের উর্পাজনের পথ। এমন পরিস্থিতে অনেকের পক্ষ স্ত্রী,সন্তান,মা,বাবাকে নিয়ে সংসার চালানোই কষ্ট হচ্ছে, তাই আমার সাভারের বাসার ভাড়াটিয়াদের গত এপ্রিল মাসের বাসা ভাড়া সম্পূর্ণভাবে মওকুফ করে দিয়েছি। এবং জামির্ত্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে জামির্ত্তা ইউনিয়নের গরীব,অসহায়, দৈনিক খেটে খাওয়া মানুষকে এ পর্যন্ত ২৫০০ পরিবারকে প্রকাশ্যে এবংমধ্যবিত্তকে গোপনে সহযোগীতা করে আসছি। এবং যত দিন এ মহামারি করোনা ভাইরাসের প্রাদুভাব থাকবে ততদিন আমার সহযোগীতা অব্যাহত থাকবে।
Leave a Reply