সংবাদ সারাদেশ টোয়েন্টিফোর.কম ডেস্কঃ
ক্ষ্মীপুরে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার আসামি মো: আব্দুল কাদেরকে গ্রেফতার করেছে র্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প।
শুক্রবার ভোর রাতে কুমিল্লা জেলার দাউদকান্দি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো: আব্দুল কাদের সদর উপজেলার জাহানাবাদ এলাকার মৃত সুলতান আহম্মদের ছেলে।
র্যাব-১১, সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো: আবু ছালেহ জানান, ৬ এপ্রিল বিকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদী এলাকায় নিজ বাড়ি থেকে ৩৫ বছর বয়সী প্রতিবন্ধী নারী পার্শ্ববর্তী তার বোনের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় আগ থেকে ওঁৎ পেতে থাকা মুদি দোকানি আব্দুল কাদের প্রতিবন্ধী নারীকে তুলে নিয়ে তার একা বাড়িতে যান। সেখানে প্রতিবন্ধী ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি।
এই ঘটনায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী নারীর ভাই ৭ এপ্রিল বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় আব্দুল কাদেরকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলা দায়েরের পর থেকে পলাতক ছিলেন কাদের। গ্রেফতার এড়ানোর লক্ষ্যে পলাতক অবস্থায় বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিলেন তিনি।
পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লা জেলার দাউদকান্দি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
Leave a Reply