সংবাদ সারাদেশ ২৪,কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের ৭দিন পরও হেকমত আলী(৪৫) নামে এক ব্যবসায়ীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এনিয়ে চরম আতঙ্কে রয়েছে নিখোঁজের পরিবার পরিজন। উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় ঘটে এ ঘটনা।
নিখোঁজ ব্যবসায়ী হেকমত আলীর স্ত্রী রোকসানা জানান, তার স্বামী হেকমত আলী উপজেলার কালাদী এলাকার মৃত কদমআলীর ছেলে। তিনি ভুলতা এলাকার নুরম্যানশন মার্কেটে বিভিন্ন গাড়ীর পার্টসের ব্যবসা করে আসছে। ৪ এপ্রিল শনিবার সকালে তার ব্যবসা প্রতিষ্ঠানে ম্যানেজার কেরাব এলাকার ইয়াকুবের ছেলে রফিকুল ইসলামের বিয়ের জন্য বৌ দেখতে যাবার কথা বলে নিজ বাড়ী কালাদী থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে।
রোকসানা আরো জানান ম্যানেজার রফিকুলের সাথে ব্যবসার টাকা পয়সা নিয়ে প্রায় সময়ই ঝামেলা হতো। রফিকুলসহ তার পরিবারের লোকজন বড় ধরনের কোন ক্ষতি সাধন করার উদ্দেশ্য ব্যবসায়ী হেকমত আলীকে গুম করে রেখেছে বলে তিনি দাবী করছেন।এঘটনায় নিখোঁজের স্ত্রী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান বলেন, ব্যবসায়ী নিখোঁজের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সূত্র দৈনিক মানবজমিন
এ জাতীয় আরো খবর..
Leave a Reply