নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক প্রধান প্রকৌশলী এমদাদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুদক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে এ অনুমোদন দেওয়া হয়। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি রমনা থানায় এমদাদুল ইসলামের নামে ১ কোটি ১৮ লাখ ৭ হাজার টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করে দুদক। মামলায় তার বিরুদ্ধে ৮৭ লাখ ৪৪০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনে কমিশন। মামলার পর ২০১৭ সালে গ্রেপ্তারও হয়েছিলেন তিনি।
পরে এমদাদুল ইসলাম দুদকের তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে তার দাখিল করা সংশোধিত সম্পদ বিবরণী আমলে না নেওয়ার অভিযোগে রিট পিটিশন করেন। ২০২০ সালের ৫ মার্চ রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগ তদন্তকারী কর্মকর্তাকে সংশোধিত সম্পদ বিবরণী বিবেচনার নির্দেশনা দিয়ে রুল নিষ্পত্তি করেন।অভিযোগপত্র থেকে জানা যায়, এমদাদুল ইসলাম দাখিলকৃত সংশোধিত সম্পদ বিবরণীতে নিজ নামে স্থাবর-অস্থাবরসহ সর্বমোট ১ কোটি ৭৫ লাখ ২৫ হাজার টাকার সম্পদ রয়েছে। তার নিট সম্পদের পরিমাণ ১ কোটি ১৩ লাখ ৮ হাজার টাকা। এক্ষেত্রে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ ৫১ লাখ ৪৪ হাজার টাকা।
Leave a Reply