সংবাদ সারাদেশ টোযয়ন্টিফোর.কম ডেস্কঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গরু চুরির অভিযোগে নোনা দফাদার(৫০) নামের একজনকে গণধোলাই দিয়েছে জনতা। সোমবার রাতে উপজেলার পূর্বনেতা গ্রামে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকালে তাকে পুলিশে সোপর্দ করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে মামলা নিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানাযায়, সোমবার গভীর রাতে পূর্বনেতা গ্রামের সেরাজ খাঁন নামের একজনের ৪টি গরু চুরি হয়। ওই রাতেই গরুর সন্ধানে বেড়িয়ে পরেন সেরাজ খাঁন ও তার পরিবারের লোকজন। একপর্যায়ে সেরাজ খাঁনের বাড়ির পাশের একটি ঝোপের মধ্যে লুকিয়ে থাকতে দেখেন নোনা দফাদারকে। পরে তাকে আটক করে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করলে গরু চুরি বিষয়টি স্বীকার করেন। এরপর মঙ্গলবার সাকালে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ মো.আলী আহম্মেদ জানান, আটককৃত নোনা দফাদারের বিরুদ্ধে গরু চুরির মামলা হয়েছে।
মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply