1. nasiruddinsami@gmail.com : admin :
December 13, 2024, 7:48 am

মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ । ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান

  • আপডেট সময় : Sunday, August 25, 2024
  • 116 বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।

এর আগে এস আলমের মালিকানা ছাড়াতে ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। নতুন করে পাঁচজন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

ওবায়েদ উল্লাহ আল মাসুদ রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ২০১৬ সালে তিনি সোনালী ব্যাংকটির এমডি হয়েছিলেন। এরপর ২০১৯ সালে রুপালী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি কর্মসংস্থান ব্যাংকের এমডি ও অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পদেও কাজ করেছেন। ১৯৮৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

ইসলামী ব্যাংকের নতুন এ চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে বি.কম (অনার্স) করেন। এরপর ১৯৮৮ সালে আইবিএ থেকে ফিন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি। এসএসসিতে বাণিজ্য বিভাগে মেধা তালিকায় ঢাকা শিক্ষা বোর্ডে তৃতীয় হয়েছিলেন তিনি। ১৯৬০ সালে ঢাকা জেলার নবাবগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন।এর আগে তিনি ছাড়াও আর চারজনকে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হয়। তারা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশীদ ওহাব, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান এবং চার্টার্ড একাউন্টেন্ট আব্দুস সালাম।

বাংলাদেশ ব্যাংকের গভনর্র ড. আহসান এইচ মনসুর বৃহস্পতিবার (২২ আগস্ট) নিয়োগ অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে।

এর আগে বুধবার সংবাদ সম্মেলনে ইসলামী ব্যাংক পিলসির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন গভর্নর

অনুগ্রহ করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2014 sangbadsaradesh24
Theme Customized By BreakingNews