সংবাদ সারাদেশ টোয়েন্টিফোর.কম ডেস্বঃ
আপন মেয়েকে রাজবাড়ীর দৌলতদিয়া পতিতালয়ে বিক্রি করাকালে বাবা এরশাদ আলী ও শিল্পী নামে এক পতিতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৬ মার্চ রাত পৌনে ১০টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতালয়ের ১নং গেট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এরশাদ নওগাঁ জেলার মান্দা উপজেলার হোসেনপুর গ্রামের মৃত আজগর সোনার ছেলে ও শিল্পী দৌলতদিয়া পতিতালয়ের স্বপনের ভাড়াটে।
গোয়ালন্দ থানার এসআই ওলিয়ার রহমান জানান, এরশাদ আলী তার আপন মেয়ে (১৩) কে নানা প্রলোভন দেখিয়ে ঢাকা নিয়ে যাওয়ার কথা বলে গত ১৬মার্চ রাত ৮টার দিকে দৌলতদিয়া পতিতালয়ে নিয়ে আসে। রাত পৌনে ১০টার দিকে দৌলতদিয়া পতিতালয়ের ১নং গেটে জিয়ার মোবাইলের দোকানের সামনে পতিতা শিল্পীর সাথে কথাবার্তাকালে ওই মেয়েকে উদ্ধার এবং এরশাদ ও শিল্পীকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, এরশাদ মোবাইলে শিল্পীর সাথে নিজ মেয়েকে বিক্রির কথা বলে ৮০হাজার টাকা দাম চায়। কিন্তু শিল্পী ৩০হাজার টাকা দিতে চাইলেও সে নিজ মেয়েকে পতিতাবৃত্তি করার উদ্দেশ্যে বিক্রি করতে রাজী হয়।
এ বিষয়ে গোয়ালন্দ থানায় মানবপাচার আইনে মামলা করা হয়েছে। গতকাল ১৭মার্চ গ্রেফতারকৃত এরশাদ আলী ও শিল্পীকে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply