সংবাদ সারাদেশ টোয়েন্টিফোর. কম ডেস্কঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর দাফন কাজে অংশ নেয়ায় মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনিসহ, স্বাস্থ্য কর্মকর্তা, ওসি (তদন্ত) ,নার্সসহ মোট ১৮ জনকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর জেনারেল হাসপাতালের সিভিল সার্জন ডাক্তার নাসিরউদ্দীন জানান, ইদ্রিসআলী শাহ করোনা উপসর্গ নিয়ে বুধবার মারা যান। ওইদিনই তাকে দাফন করার জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কিন্তু দাফনের পূর্বে কমিটির সদস্যরা দাফন করার ব্যাপারে অপরাগত প্রকাশ করেন। পরে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি, মুজিবনগর
থানার ওসি (তদন্ত), মেহেরপুর জেনারেলহাসপাতালের একজন চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়সহ ১৮জন কর্মকর্তা-কর্মচারী দাফন কাজে অংশ নেন। এদিকে ইদ্রিস শাহ মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো হয়েছিল। তার নমুনা পরীক্ষার পর পজেটিব হওয়ায় দাফন কাজে অংশগ্রহণ করা সকলকে বৃহস্পতিবার থেকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য বিভাগ।পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের লকডাউনে থাকতে বলা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply