নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও প্যানেল-২ মেয়র তসলিম হৃদয়কে কানধরে ওঠবস করানো একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। তসলিম হৃদয় মানিকগঞ্জ- ২ আসনের সাবেক সাংসদ ও সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ বেগমের (ধর্মপুত্র) হিসেবে পরিচিত
দু’দিন আগে রাতে জেলা ক্রীড়া সংস্থা চত্বরে দাপুটে এই প্যানেল মেয়রকে কানধরে ওঠবস, চড়-থাপ্পড় করানোসহ শার্ট ছিঁড়ে ফেলা হয়। সেখানে দেখা যায় কয়েকজন যুবক তসলিম হৃদয়কে কানধরে ওঠবস করাচ্ছেন আর সেই সঙ্গে চড়-থাপ্পড়ও মারছেন। হৃদয় মানিকগঞ্জ পৌরসভার লওখণ্ডা এলাকার মো. লাল চাঁন মিয়ার ছেলে। তিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র। সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমের আস্থাভাজন (ধর্মপুত্র) বলে জানা গেছে। জানা যায়, তসলিম হৃদয় দীর্ঘ বেশকয়েক বছর ধরে প্রশাসন ও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালীদের চাটুকারিতা করে প্রচুর অর্থ-বিত্তের মালিক বনে গেছে। পরপর দু’বার হয়েছেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র। আওয়ামী লীগের কোনো পদ- পদবিতে না থাকলে এমপি ও প্রভাবশালী নেতাদের সঙ্গে রয়েছে তার ঘনিষ্ঠ সম্পর্ক। প্রশাসনের বিভিন্ন আচার- অনুষ্ঠানে তাকে দিয়ে উপস্থাপনাও করানো হতো। বিষয়টি স্বিকার করে তসলিম হৃদয় বলেন, আমাকে জেলা ক্রীড়া সংস্থার সামনে লাঞ্ছিত করা হয়েছে। এই মুহূর্তে কারও নাম প্রকাশসহ আইনি পদক্ষেপ নিবেন না বলে জানান তিনি।
Leave a Reply