মানিকগঞ্জ সংবাদদাতাঃ
মানিকগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
এদিন বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
সভায় আরো উপস্থিত ছিলেন কমিটির সদস্য-সচিব এবং সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম প্রমুখ।
জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, ‘‘জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোনো কাজেই ঘরের বাইরে আসা যাবে না। জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক বা সড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে এ জেলায় কিংবা এ জেলা থেকে অন্যত্র যাওয়া যাবে না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলায়ও একই ধরনের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
‘তবে এই লকডাউনের আওতামুক্ত থাকবে- বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং এতদ্বসংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মী।”
উল্লেখ্য, এ পর্যন্ত জেলায় সাত ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।
Leave a Reply