: “জমি চাষের ডক্টর, সোনালী ট্রাক্টর” এ স্লোগানের প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জ সদর উপজেলায় সোনালীকা ট্রাক্টর ২০২৪ এর বার্ষিক ফ্রি সার্ভিস ক্যাম্প ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৬ কার্তিক ২১ অক্টোবর ( সোমবার) মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের ঢাকা – আরিচা মহাসড়কের ধলেশ্বরী ব্রীজের দক্ষিণ পাশে ফুটবল খেলার মাঠে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্পে সকল পুরাতন ট্রাক্টর সার্ভিস করানো হয়। সেই সাথে এসিআই মটরস এর বিভিন্ন পন্যের যন্ত্রাংশ, কৃষি কাজে ব্যবহৃত সোনালী ট্রাক্টর, ড্রাম ট্রাক (সিনো) প্রদর্শনী করা হয়।
পাশাপাশি ট্রাক্টর মালিক ও ড্রাইভারদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য মেডিকেল ক্যাম্পিংও করা হয়েছে। অনুষ্ঠানে র্যাফেল ড্র ও খেলাধুলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সোনালীকা ট্রাক্টর এর বার্ষিক ফ্রি সার্ভিস ক্যাম্প ও মত বিনিময় সভায় ড্রিক্টর সার্ভিস আসিফ উদ্দিন, এসিআই মটরসের এরিয়া সেলস ম্যানেজার বিধান চন্দ্র দাস, এজিএম আল মাসুদ প্রমুখ।
এসিআই কম্পানির গ্রাহক, এজেন্ট, সোনালীকা ট্রাক্টরের মালিক ও চালকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্টিং ও অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দৃ উপস্থিত ছিলেন।
বিশেষ করে এ বার্ষিক ফ্রি সার্ভিস ক্যাম্প ও মত বিনিময় সভায় গ্রাহকদের সেবা প্রদানের জন্য রেজিষ্ট্রেশন বুথ, বিক্রয় অনুসন্ধান, ও এক্সচেঞ্জ
Leave a Reply