মানিকগঞ্জ সংবাদদাতাঃ
মানিকগঞ্জে এক নারী মেডিকেল অফিসারসহ নতুন করে আরো ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তদের সংখ্যা দাঁড়ালো ১৫ জনে।
সোমবার (২৭ এপ্রিল) মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।
ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, আক্রান্তদের মধ্যে একজন নারী মেডিকেল অফিসার রয়েছে। তিনি সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত। অন্য দু’জন একই পরিবারের। তাদের বাড়ি মানিকগঞ্জ জেলা শহরের দাশড়া এলাকায়। ওই পরিবারের এক নারীও কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানান তিনি।
আক্রান্ত সবাইকে নিজ নিজ বাসায় আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরকেও কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানান তিনি।
সিভিল সার্জন আরো জানান,
‘গত ২৪ ঘণ্টায় ৪৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। পরীক্ষায় ৩ জনের পজিটিভ আসে এবং বাকীদের নেগেটিভ আসে। এ পর্যন্ত জেলায় ৫৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। ১৫ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পরে।’
উল্লেখ্য, এ নিয়ে মানিকগঞ্জে ৩ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হলেন। এদের মধ্যে ১জন কর্নেল মালেক সরকারি মেডিকেল কলেজের।অন্য ২ জন সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের।
Leave a Reply