মানিকগঞ্জ সংবাদদাতাঃ
করোনা সংকটে আয়-রোজগার কমে যাওয়ায় মানিকগঞ্জে বিভিন্ন পত্রিকার হকারদের সহায়তা দেওয়া হলো জেলা প্রশাসনের পক্ষ থেকে। আজ দুপুরে মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস হকারদের হাতে তুলে দেন পাঁচ কেজি চাল ও নগদ তিন শ টাকা। মানিকগঞ্জ হকার সমিতির ৪০ জন এই সহায়তা পেলেন।
জেলা প্রশাসক এস এম ফেরদৌস পত্রিকার এজেন্ট ও হকারদের ধন্যবাদ দিয়ে বলেন, এই সংকট মুহূর্তে অত্যন্ত সাহসিকরা সাথে আপনারা পাঠকদের হাতে সংবাদপত্র পৌঁছে দিচ্ছেন। তিনি তাদের আশ্বস্ত করে বলেন, অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত হকারদের বিভিন্নভাবে সহায়তা দেওয়া হবে। এ সময় হকার সমিতির নেতারাও পাঠকদের হাতে পত্রিকা নিয়মিত পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। তারা হকারদের সুরক্ষা এবং হয়রানি না হতে হয় সে ব্যাপারে জেলা প্রশাসককে দৃষ্টি দেওয়ার অনুরোধ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, হকার সমিতির নেতা স্বপন সাহা, বুলবুল ইসলাম।
Leave a Reply