নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জ পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মো. বশির আহমেদ।
১৫ ভাদ্র ৩০ আগস্ট (শুক্রবার) বিকেলে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. বশির আহমেদকে শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়। পরে পুলিশ সুপার মো: বশির আহমেদ পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন সেকশন পরিদর্শন করেন এবং অফিসে কর্মরত অফিসার ফোর্সদের বিভিন্ন প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি নুরজাহান লাবনী এবং জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।মানিকগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. বশির আহমেদ এর আগে নোয়াখালী জেলা পুলিশের সিআইডি (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) শাখার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
Leave a Reply