সংবাদ সারাদেশ টোয়েন্টিফোর.কম ডেস্কঃ
করোনা উপসর্গ নিয়ে মানিকগঞ্জে মারা গেছে জরিনা বেগম(৫০) নামে এক নারী। করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের পর মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হলে বুধবার বিকালে এই নারীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আরশ্বাদ উল্লাহ। ওই নারী বাংলা ভিশনের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মো. আকরাম হোসেনের শাশুড়ি। সে শহরের বেওথা এলাকায় বসবাস করতেন।
নিহতের মেয়ের জামাই মো. আকরাম হোসেন জানান, তার শাশুড়ি ডায়াবেটিকসহ শ্বাসকষ্টে ভুগছিলেন। গতকাল সকালে তাকে হাসপাতালে নেওয়ার পর করোনার নমুনা সংগ্রহ করা হয় এবং তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। বিকালে তার মৃত্যু হয়েছে।
মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আরশ্বাদ উল্লাহ জানান, করোনা উপসর্গ নিয়ে ওই নারীকে হাসপাতালে আনা হলে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে।
রিপোর্ট হাতে পাওয়ার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর জানা যাবে সে করোনায় আক্রান্ত ছিলেন কিনা।
Leave a Reply