সংবাদ সারাদেশ টোয়েন্টিফোর.কম ডেস্কঃ
গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ জেলা হাসপাতালের আইসোলোশন ওয়ার্ডে তিনজন মারা গেছেন। নিহতের মধ্যে দুজন মারা গেছেন বুধবার দিবাগত মধ্যরাতে এবং আরেকজন সন্ধ্যার আগে।
মারা যাওয়া ব্যক্তিরা ঘিওর উপজেলার কেল্লাই গ্রাম, মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া গ্রাম ও মানিকগঞ্জ পৌর এলাকার বাসিন্দা।
হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ জানান, নিহতরা শ্বাসকষ্ট ও কাঁশিতে আক্রান্ত ছিলেন। এদের মধ্যে একজন বুধবার সকালে এবং অন্য দুজন মঙ্গলবার দুপুরে ভর্তি হয়েছিলেন। তাদের সকলেরই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছ
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার, মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান ও মানিকগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আলী রাজিব মাহমুদ মিঠুন জানান, মারা যাওয়া ব্যক্তিদের বিধান অনুযায়ী দাফন করা হয়েছে। বাড়ি লক-ডাউন এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
Leave a Reply