সংবাদ সারাদেশ টোয়েন্টিফোর.কম ডেস্কঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে থানা চত্বরে পিরোজপুর জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের পক্ষ থেকে তাদের হাতে উপহারসামগ্রী তুলে দেন মঠবাড়িয়া থানার ওসি আ,জ, মো. মাসুদুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হকসহ থানার অফিসার ও পুলিশের সদস্যরা ।
আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ীরা বলেন, আমরা স্যারের নির্দেশনা মেনে অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরে এসেছি। করোনা ভাইরাস আতঙ্কে কর্মহীন ঘরে ছিলাম। ঘরে খাবার নেই এ সময় এ খাদ্যসামগ্রী ও নগদ অর্থ পেয়ে আমরা খুশি।
ওসি মাসুদুজ্জামান বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে ২২ জন আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী ও সেবনকারীর মাঝে উপহারসামগ্রী প্রদান করা হয়। আজকে যাদের উপহার দেয়া হয়েছে তারা পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করছে আর মাদক খাবে না ও বিক্রিও করবে না। তাদের বর্তমানে চলার কোনো পথ নেই তাই উপহারসামগ্রী প্রদান করা হয়।
Leave a Reply