1. nasiruddinsami@gmail.com : sadmin :
মাঠে মিলল নবজাতক, কৃষকের ঘরে ঠাঁই - সংবাদ সারাদেশ ২৪
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০১:১৭ পূর্বাহ্ন

মাঠে মিলল নবজাতক, কৃষকের ঘরে ঠাঁই

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ৫৮ বার

সংবাদ সারাদেশ টোয়েন্টিফোর.কম ডেস্ক

যশোরের শার্শায় একদিনের সদ্য নবজাতক এক শিশুকে জীবিত উদ্ধার করেছেন বজলুর রহমান নামে এক কৃষক। বৃহস্পতিবার সকালে শার্শা উপজেলার কাঠুরিয়া গ্রামের একটি পটলের ক্ষেতের আইলের উপর থেকে শিশুটিকে উদ্ধার করেন তিনি। ধারণা করা হচ্ছে অবৈধ সম্পর্কের ফসল এই শিশুটি। লোক লজ্জার ভয়ে শিশুটি বস্তায় করে মাঠে ফেলে দিয়ে যাওয়া হয়েছে।

কৃষক বজলুর রহমান জানান, ভোরে পটলের ক্ষেতে কাজ করতে গিয়ে আইলের উপর একটি বস্তা পড়ে থাকতে দেখে, কৌতূহলবশত বস্তাটির কাছে যাই। এ সময় বস্তার মধ্যে কিছু একটা নড়তে দেখে বস্তার মুখ খুলতেই দেখি তাতে সদ্য নবজাতক একটি শিশু কাপড়ে মোড়ানো অবস্থায় ছটফট করছে। শিশুটিকে বাড়িতে এনে প্রাথমিক পরিচর্যা করে সুস্থ করে তুলেছি।

এ ঘটনা জানাজানি হলে মুহুর্তে উৎসুক জনতা শিশুটিকে এক নজর দেখার জন্য বজলুর রহমানের বাড়িতে ভিড় জমায়।

উলাশী ইউনিয়নের মহিলা ইউপি সদস্য মমতাজ বেগম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং বজলুর রহমানের বাড়িতে গিয়ে শিশুটির বিষয় খোঁজখবর নিয়েছি। কৃষক বজলুর রহমান দম্পতিও নিঃসন্তান হওয়ায় শিশুটিকে নিজের সন্তানের মতোই লালন পালন করতে ইচ্ছে প্রকাশ করেছেন বলে তিনি জানান। স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করে বজলুর রহমানের হাতে শিশুটিকে তুলে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2023 SangbadSaraDesh24.Com
Theme Customized By BreakingNews