নিজস্ব প্রতিনিধিঃ
ডাকাতির আতঙ্কে নির্ঘুম এক রাত পার করেছে মানিকগঞ্জের সিংগাইরবাসী।
২৩ শ্রাবণ ৮ এপ্রিল (বৃহস্পতিবার) রাতে সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকার মসজিদের মাইক থেকে মাইকিং করে এলাকায় ‘ডাকাতি হচ্ছে’ বলে মসজিদে মসজিদে মাইকিং করা হলে স্থানীয়রা লাঠিসোঁটা হাতে দল বেঁধে রাস্তায় নেমে যান ডাকাতি ঠেকাতে।
রাত ১২ টার দিকে উপজেলার ধল্লা এলাকা থেকে প্রথমে এ খবর ছড়ানো হয়। এর পর উপজেলার বিভিন্ন মহল্লার মসজিদের মাইক থেকে মাইকিং করা বলা হয়। আপনাদের এলাকার ডাকাত ঢুকেছে এমন খবরে প্রত্যেক এলাকার যুব সমাজ ডাকাত ঠেকাতে লাঠি সোটাসহ দেশীয় বিভিন্ন স্থানে টহল শুরু করে।
রাত ২ টার দিকে পশ্চিম ভাকুম গ্রামের একটি মসজিদের মাইক থেকেও ডাকাত পড়েছে বলে মাইকিং করা হয়। বায়রা ইউনিয়নের চরজামালপুর গ্রামের মো. আলী হোসেন বলেন, মসজিদে মাইকিং করে ডাকাতির গুজব ছড়ানো হচেছ। আসলে আমার কোনো বাড়িতে ডাকাতি হয়নি। তবে মসজিদে মসজিদে গভীর রাতে মাইকিং করে ডাকাতি হচেছ বলে প্রচার করা হচ্ছে।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম বলেন, আমার থানা এলাকায় কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান তিনি।
Leave a Reply