ভোলায় পশ্চিম ইলিশা গাজী বাড়ির ইসমাইল গাজীর মেয়ে রাতের আঁধারে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে। ৭ই মে রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে পশ্চিম ইলিশায় ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
পশ্চিম ইলিশা গাজী বাড়ির ইসমাইল গাজীর মেয়ে লাবনী আক্তার এক এলাকার মেস্তরি বাড়ির আবু তাহের মেস্তরির ছেলে মোঃ আসলাম এর সাথে দীর্ঘ দুই বছর ধরে সম্পর্কে জড়িয়ে গত বৃহস্পতিবার দিবাগত রাতে মেয়ে ছেলের হাতে ধরে পালিয়ে যায়।
মেয়ে লাভলী জানায়, আমি আসলামের সাথে দুই বছর সম্পর্ক গড়ে তোলার পরে তার সাথে বিভিন্ন ভাবে উঠাবসা করে আসছি। এই ব্যাপারে আমার পিতা মাতা জানে । আমি আসলামকে বিবাহ করবো।
ছেলে আসলাম জানান, আমি লাভলী কে ভালবাসি সে আমার কাছে চলে আসছে। তার বয়স কম হলেও আমি তাকে বিয়ে করবো।
মেয়ের পিতা ইসমাইল গাজী জানান,আমার মেয়ে লাভলী আক্তারকে কারা যেন ষড়যন্ত্র করে বাড়ি থেকে আসলাম এর সাথে বের করে দিয়েছে। আমি এই মেয়েকে মেনে নিতে পারিনা। আইনের মাধ্যমে যা হয় আমি তাই মেনে নিব।
মেয়ের মা জানায়, আমার মেয়ের বয়স কম হলেও ছেলের বয়স কম আছে।মেয়ে যদি এই ছেলের ভাত খায় আমি তার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করে দিব।
ইলিশা ফাঁড়ির ইনচার্জ রতন কুমার শীলকে ঘটনাটি জানানো হলে তিনি বলেন, আমি ঘটনাটি তদন্ত করে আইনের আওতায় আনার ব্যবস্থা করছি
Leave a Reply