1. nasiruddinsami@gmail.com : sadmin :
ভুট্টাক্ষেতে গণধর্ষণ করে বাড়িতে এনে গোসলও করায় তারা! - সংবাদ সারাদেশ ২৪
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০১:২৯ পূর্বাহ্ন

ভুট্টাক্ষেতে গণধর্ষণ করে বাড়িতে এনে গোসলও করায় তারা!

  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ১৩৯ বার

সংবাদ সারাদেশ টোয়েন্টিফোর.কম ডেস্কঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছুট আইড়ামারী সেখপাড়া গ্রামে তিনজনের বিরুদ্ধে এক মানসিক ভারসাম্যহীনকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন থেকেই এলাকার বাখোরালী বাজারে মানসিক ভারসাম্যহীন এই নারী ঘুরে বেড়াতেন।

জানা যায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে ওই পাগলীকে বাখোরালী বাজার পার্শ্ববর্তী মাঠে নিয়ে গিয়ে ভুট্টাক্ষেতে পালাক্রমে ধর্ষণ করেন তারা। অভিযুক্তরা হলেন— শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছুট আইড়ামারী সেখপাড়া গ্রামের মৃত খোকা সেখের ছেলে অহিদুল (২৮), নজরুল সেখের ছেলে মো. দুরুল (৩০) ও নবি সেখের ছেলে মো. সানাইল (২৬)। এদিকে ঘটনার পর থেকে সেই মানসিক ভারসাম্যহীনকে এলাকা বা অন্য কোথাও খুঁজে পাওয়া যায়নি।

সূত্র জানায়, বিষয়টি ধামাচাপা দিতে এলাকার ইউপি সদস্য মো. আব্দুর রউফ ও শফিকুল ইসলামকে অর্থের বিনিময়ে ম্যানেজ করে ধর্ষণকারীরা। ২ ইউপি সদস্য ধাপাচাপা দেয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে স্থানীয় সচেতন ব্যক্তিরা বিভিন্ন মহলে খবর দেয়।

ঘটনা জানতে ১৮ এপ্রিল এলাকায় যান শিবগঞ্জ থানা পুলিশের এসআই নূরুল ইসলাম ও মকবুল হোসেন। এছাড়াও ধর্ষকদের নিয়ে সংবাদ না করতে এবং বাঁচাতে আরও কয়েকজন লোকও অনুরোধ জানায় প্রতিবেদককে।

স্থানীয় একাধিক সুত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাখোরালী বাজারে আনুমানিক ৪০ বছর বয়সী একজন পাগলি বেশ কিছুদিন থেকে অবস্থান করছিল। কোথা থেকে বা কিভাবে এসেছে, তা কেউ জানেন না। আসার পর কয়েকদিন শাড়ি কাপড় পড়লেও কিছুদিন থেকে একটি জিনসের প্যান্ট, কামিজ শাড়ি, সুয়েটার পরে ২৪ ঘন্টায় বাখোরালী বাজারের মৃত নজরুল বিডিআরের নতুন মার্কেটের সামনে ফাঁকা জায়গা বা খোলা মার্কেটে, তাজেম মোল্লার গলিতে, বাজারের রাস্তার পাশের দোকানের বারান্দায় কখনো বসে, আবার কখন শুয়ে থাকতে দেখা গেছে।

নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় কয়েকজন জানায়, মঙ্গলবার দিবাগত রাতে অহিদুল, দুরুল ও সানাইল একসাথে পাগলিটিকে মাঠে নিয়ে যায় এবং গণধর্ষণ করে। পরে বাড়িতে এনে গোসল করিয়ে অটোরিকশা ভাড়া করে এলাকায় থেকে তাড়িয়ে দেয়। বিষয়টি রাতেই এলাকার কিছু মানুষ জানতে পারে এবং ওই তিনজনের বিচারের দাবি উঠে।

এ কাজের শাস্তির দাবিতে এলাকাবাসীর চাপে বিষয়টি নিয়ে তিন ধর্ষককে নিয়ে গত বৃহস্পতিবার ১৬ এপ্রিল রাতে এলাকার মাঠে গোপনে ইউপি সদস্য আব্দুর রউফ ও শফিকুল ইসলাম বসে। সেখানে একপর্যায়ে বিষয়টি নিয়ে যেনো আর কোনো কথা না হয় এলাকায় সেটা মেটানোর দায়িত্ব নেয় ইউপি সদস্যরা। কিন্তু এলাকার মানুষ এতে আরও ক্ষিপ্ত হয়ে উঠে। অবস্থা বেগতিক দেখে ধামাচাপা দেয়ার পথ থেকে সরে আসে দুই ইউপি সদস্য।

এ ব্যাপারে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্দুর রউফ জানান, বিনোদপুর ইউনিয়নের ছুট আইড়ামারী সেখপাড়া গ্রামে এক পাগলিকে এলাকার ৩ পাষণ্ডের ধর্ষণের অভিযোগ স্থানীয়দের কাছ থেকে জানতে পেরে ওই তিনজনসহ কয়েকজনকে নিয়ে বসেছিলাম। তবে তারা বিষয়টি অস্বীকার করেছে।

এলাকাবাসীর বরাত দিয়ে তিনি বলেন, ধর্ষণকারী ৩ জন স্বীকার না করলেও ঘটনা যখন জানাজানি হয়েছে, তখন এরমধ্যে অবশ্যই কিছু আছে। তিনি আর বলেন, একজন পাগলিকে নিয়ে এ ধরনের ঘটনার প্রকৃত রহস্য জেনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হওয়া প্রয়োজন।

আরেক ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, এ ঘটনার যখন জানাজানি হয়েছে, এলাকার বেশিরভাগ মানুষ অভিযোগ তুলেছে, তখন অবশ্যই এটার সত্যতা রয়েছে। না হলে এলাকার এতো মানুষ থাকতে ওই ৩ জনের নামে অভিযোগ উঠলো কেনো?

তিনি বলেন, আমরা কয়েকজন মিলে বিষয়টি জেনে বিচারের চেষ্টা করেছিলাম, কিন্তু তারা অস্বীকার করায় কিছু ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। তবে মা, বোন সকলের আছে। তাই এসব জঘন্য বিষয়ে কোনো ছাড় দেয়া যাবে না। বিষয়টি আরও ভালোভাবে জেনে শুনে প্রয়োজনীয় বিচারের ব্যবস্থা করার চেষ্টা করছি। তিনি আরও বলেন, অহিদুল ও দুরুল পেশায় চোর। তাদের চলাফেরা ও আচরণও খারাপ। তাদের দ্বারা সব করা সম্ভব।

অভিযুক্ত অহিদুলের জানান, অভাবের কারণে খারাপ হলেও চুরি করি। আমার মা ভিক্ষা করে খায়। কিন্তু পাগলি ধর্ষণের সাথে আমি জড়িত নই। এলাকার মানুষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে দোষ চাপাচ্ছে। আমি ও দুরুল চুরি করি। কিন্তু এলাকার বাইরে আর সানাইল অটো চালাই। এলাকার আরও মানুষ থাকতে ৩ জনের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে সে সদুত্তর না দিয়ে এলােপাথাড়ি কথাবার্তা বলে।

শিবগঞ্জ থানার এসআই নুরুল ইসলাম বলেন, এলাকাবাসীর বিভিন্ন সূত্র থেকে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে অহিদুল ও দুরুল এবং সানাইল এমন জঘন্য কাজ করেছে। তবে ওই পাগলিটিকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষতে অবহিত করা হয়েছে। ওই পাগলিটির খোঁজ-খবর নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2023 SangbadSaraDesh24.Com
Theme Customized By BreakingNews