বার্তাসংস্থা রয়টার্সকে সিলভা বলেন, ‘আইপিএল বাতিল হলে ভারতীয় বোর্ড ও আইপিএল স্টেকহোল্ডাররা ৫০০ মিলিয়ন ডলার লোকসান গুনবে। ফলে অন্য কোনো দেশে আইপিএল আয়োজন করা তাদের জন্য লাভজনক হবে। যেমনটি হয়েছিল ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায়। আমরা যদি তাদের সম্মতি পাই তবে শ্রীলঙ্কান হেল্থ অথরিটির তত্ত্বাবধানে প্রয়াজনীয় সব সুযোগ-সুবিধা দিতে প্রস্তুত আছি।’
নতুন করে কেউ আক্রান্ত হয়নি আজ (বৃহস্পতিবার)। মারা গেছেন ৭ জন। এজন্যই আইপিএল আয়োজনের সাহস দেখাতে পারছে শ্রীলঙ্কা।
করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ভারতে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে আগামী ৩রা মে পর্যন্ত। এ ঘোষণা আসার পরই নিশ্চিত হয়ে যায় অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত হতে যাচ্ছে আইপিএল। সংবাদসংস্থা পিটিআইকে একটি ফ্র্যাঞ্চাইজি দলের কর্মকর্তা বলেন, ‘হ্যাঁ, বিসিসিআই ফ্র্যাঞ্চাইজি ও ব্রডকাস্টারদের অবহিত করেছে আইপিএল অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত হওয়ার বিষয়টি। তবে তারা আশা করছে, পরিস্থিতি স্বাভাবিক হবে এবং চলতি বছরের শেষে একটা সময় নির্ধারণ করে আইপিএল আয়োজিত হবে।’
Leave a Reply