সংবাদ সারাদেশ টোয়েন্টিফোর.কম ডেস্কঃ
ঢাকা-সিলেট এবং কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া এলাকায় যেন অনেকটাই স্বাভাবিকচিত্র। মহাসড়ক ধরে ছুটছে নানাজাতের গাড়ি। কিন্তু নির্বিকার খাটিহাতা হাইওয়ে থানা পুলিশ। সোমবার দুপুরে এই থানার ১০/১৫ গজ দূরত্বে কৃষি ব্যাংকের বিশ্বরোড শাখায় ভাতা নিতে আসা শতশত লোকের ভীড় চোখে পড়ে। সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত অপেক্ষা করেও ভাতা মিলেনি বয়স্ক মানুষদের কারো। অভিযোগ মহাসড়ক যেমন দেখছেনা তারা,তেমনি আগ বাড়িয়ে সামজিক দূরত্ব নিশ্চিত করার ব্যাপারেও নেই তাদের কোন আগ্রহ। শনিবার জানাযার নামাজ হয়েছে মহাসড়কে। যেটি দেখার দায়িত্ব ছিলো তাদের। তবে এসব বিষয়ে কথা বলতে রাজি হননি ওসি মো: মাঈনুল ইসলাম।
তার পোশাক পরা নেই, আরেকদিন কথা বলবেন বলে চেয়ার ছেড়ে থানার ওপরে থাকার ঘরে চলে যান।
Leave a Reply