1. nasiruddinsami@gmail.com : admin :
December 13, 2024, 8:20 am

বৈষম্যবিরোধী নকল নবীশ দাবি আদায় পরিষদের সাংবাদিক সম্মেলন

  • আপডেট সময় : Sunday, November 24, 2024
  • 30 বার দেখা হয়েছে

 

আগামী বৃহস্পতিবারের (২১ নভেম্বর) মধ্যে দাবি আদায় না হলে রোববার (২৪ নভেম্বর) থেকে আমরণ অনশন কর্মসূচি করবে বলে জানিয়েছেন  পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম।

জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বৈষম্যবিরোধী নকল নবীশ দাবি আদায় পরিষদ আয়োজিত ‘৫৬১টি সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবীশদের চাকরি জাতীয়করণের’ সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী নকল নবীশ দাবি আদায় পরিষদ।

সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম বলেন, আমরা আমাদের চাকরি স্থায়ী করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ৩২ দিন ধরে অবস্থান ধর্মঘট পালন করছি। আমাদের দাবি মেনে না নিলে জাতীয় প্রেস ক্লাবের সামনে, আইজিআর অফিস, তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সের সামনে আমরণ অনশন করা হবে। আর যদি সরকার দাবি মেনে নেয় তাহলে শনিবার আবার সংবাদ সম্মেলন করে কর্মসূচি স্থগিত করা হবে।

তিনি বলেন, সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত ১৬ হাজার ২৪৬ জন এক্সট্রা-মোহরার/নকল নবীশদের জাতীয়করণের দাবিতে ১৯৮২ সাল থেকে আন্দোলন চলছে। স্বাধীনতা পরবর্তী সময়ে মহান সংসদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও কর্মকর্তারা নকল নবীশদের চাকরি জাতীয়করণের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন। এরপর বহু সরকারের পালাবদল ঘটে। কিন্তু নকল নবীশদের খোঁজ কেউ রাখেনি।

তিনি বলেন, নকল নবীশরা সরকারি কোনো বেতন ভাতা পান না। সমাজের মানুষ জানে তারা সরকারি চাকরি করেন। কিন্তু বাস্তবে নকল নবীশরা জমির দলিলের এক পৃষ্ঠা বালামে লিখলে মাত্র ২৪ টাকা মঞ্জুরি পায়। প্রকৃতপক্ষে এক পৃষ্ঠা বালাম লেখার জন্য জনগণের কাছ থেকে সরকার রাজস্ব নেয় ৪০ টাকা। সেখান থেকে নকল নবীশদের দেওয়া হচ্ছে ২৪ টাকা। বাকি ১৬ টাকা রাজস্ব খাতে জমা হচ্ছে। নকল নবীশদের টাকা দিয়েই তাদের চাকরি জাতীয়করণ করা সম্ভব। নকল নবীশদের দীর্ঘদিনের দাবি চাকরি জাতীয়করণ করা হোক। কিন্তু সরকারের সংশ্লিষ্ট মহলে বিষয়টি নিয়ে কথা বলার অভাবে আমরা আজও অন্ধকারেই রয়ে গেছি।

তাই আমি আমাদের চাকরি স্থায়ীকরণ করার জন্য, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আল-আমিন হোসেন, সহ-সভাপতি, রবিউল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধক্ষ্য শামীম আহমেদ প্রমুখ।

 

অনুগ্রহ করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2014 sangbadsaradesh24
Theme Customized By BreakingNews