রামগঞ্জ (লক্ষীপুর) থেকেমোঃ তামজীদ হোসেন (রুবেল)বৃদ্ধ বাবাকে রোজা রাখা অবস্থায় তার অবাধ্য ছেলে পিটানোর অপরাধে রামগঞ্জ থানা পুলিশ ইমাম বদরোদ্দৌজাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত বদরোদ্দৌজা উপজেলার পশ্চিম করপাড়া গ্রামের বড় বাড়ির বাসিন্দা ও রামগঞ্জ পৌরশহরের পাট বাজার জামে মসজিদের খতিব।
সৃষ্ট ঘটনায় থানা অভিযোগ করা হয়।মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সহিদ উল্যাহ জানান ইমাম মানসিক বিকারগ্রস্থ।
তার পিতা অাফাজ উদ্দিন (৯২)কচুয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। বর্তমানে তিনি দৃষ্টিহীনতা।রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান,অভিযোগের ভিত্তিতে আমারদের থানার পুলিশের উপপরিদর্শক এসআই মহসিন চৌধুরী ইমামকে বৃহস্প্রতিবার ইফতারের পর মোহাম্মদীয়া হোটেলের সামনে থেকে বদরোদ্দৌজাকে আটক করেন।অভিযুক্ত আসামী আমারদের পুলিশ হেফাজতে আছে।
Leave a Reply