সংবাদ সারাদেশ টোয়েন্টিফোর.কম ডেস্কঃ
বার পর মেয়েও করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মানিকগঞ্জে আরও ৩ জন করোনায় আক্রান্ত হলেন। আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা এলাকার ১৯ বছরের ওই তরুণীর বাবা করোনায় এাক্রান্ত হন। এছাড়া ঘিওর ও সাটুরিয়া উপজেলার দুই যুবক রয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে মানিকগঞ্জের সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য জানান। আক্রান্তরা সবাই নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ থেকে ৩৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। এর মধ্যে ওই তিন জন শনাক্ত হন। এ পর্যন্ত জেলায় ৪১৬ জনের ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ১৩ জন শনাক্ত হয়। জেলার বর্তমানে ২৯৭ জন কোয়ারেন্টিনে আছেন। বাকিরা কোয়ারেন্টিনে থেকে মুক্ত হয়েছেন।
Leave a Reply