সংবাদ সারাদেশ টোয়েন্টিফোর.কম.ডেস্কঃ
বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে কর্মহীন বাউলশিল্পী, যাত্রাশিল্পী, নৃত্যশিল্পী, যন্ত্রশিল্পী ও নাট্যশিল্পীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে বগুড়া শহরের কাটানারপাড়ায় অর্ধশতাধিক শিল্পীর মাঝে এই খাদ্য সহায়তা তুলে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, আসাদুর রহমান দুলু, মাশরাফি হিরো, জেলা যুব লীগ সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন, বগুড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুন কুমার চক্রবর্ত্তী, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আসলাম হোসেন, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী প্রমুখ।
Leave a Reply