নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছেন ইউনিয়ন বিএনপি‘র সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের শিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. আসদুজ্জামান (মোক্তার) সহ বিএনপির নেতাকর্মীরা। গত ২০ আগস্ট (মঙ্গলবার) দুপুরে স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেন।
যুবদল নেতা মোক্তার হোসেন জানান, বলধারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মাজেদ খান ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জেলা আওয়ামীলীগের সহসভাপতি। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য তার পদ থেকে পদত্যাগ করেন। বর্তমানে এই পরিষদের দায়িত্ব পালন করছেন ১নং প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হযরত আলী। বলধারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ১ নং ওয়ার্ড সদস্য। সে এবং সাবেক চেয়ারম্যান ক্ষমতার দাপট দেখিয়ে
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে আসছিলেন। সরকারী টাকায় কাজ বাস্তবায়ন না করে টাকা আত্মসাত করেছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে কথা বলেছেন এবং আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের আত্মীয় স্বজনদের নানাভাবে হুমকিও দিয়েছেনতারা।৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে উপজেলার সকল চেয়ারম্যানগণ আত্মগোপনে চলে যান। সাইদুর রহমান বিভিন্ন সময় উসকানিমূলক কথাবার্তা বলার কারণে আমরা স্থানীয় বিএনপিসহ যু্বদল, ছাত্রদল এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভসহ সকল নেতাকর্মী উপস্থিত থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কক্ষ তালা ঝুলিয়ে দিলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, বলধারা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, বলধারা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হাবিবুর রহমান, মোহাম্মদ আলী সহ আরো অনেকে।
Leave a Reply