এস,পি চক্রবর্তী
==================
হৃদয়ে আছো মুজিব তুমি,
তুমি চেতনা।
জাতির পিতা মুজিব তুমি,
তুমি প্রেরণা।।
আকাশে বাতাসে মিশে আছে,
মুজিব তোমার নাম।
তোমার নামে ছেয়ে গেছে,
এই ধরাধাম।।
সোনালী ধানের হাসিতে, মনে হয় তুমি হাসো।
রাখালের ওই বাঁশিতে,
তুমি মিশে আছো।।
জাতির পিতা মুজিব তুমি,
তুমি জাতির গৌরব,
তুমি দিয়ে গেছো ফিরিয়ে জন্মভূমি,
তুমি সব ফুলের সৌরভ।।
বুকের তাজা রক্ত দিয়ে,
গড়ে গেছো স্বাধীন বাংলাদেশ।
লড়াই করেছো মৃত্যুকে সঙ্গে নিয়ে,
তোমার তুলনার হয়নাকো শেষ।।
তোমার জন্য মায়ের ভাষায়, কথা বলতে পারি।
আজ তোমার প্রেরণায়,
শত্রুর মোকামিলা করি।।
বাঙালির হৃদয়ে গেঁথে আছে,
মুজিব তোমার নাম।।
সবার তোমার জয়ধ্বনি করছে,
গাইছে তোমার গান।।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply