নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের আব্দুর রশিদ হত্যাকান্ডের সন্দেহাতীত দুই আসামীসহ মোট তিনজনেক গ্রেপ্তার করা হলো। গত ২৩ এপ্রিল সন্ধ্যায় দুইজন এবং ১০ এপ্রিল একজন ব্যক্তিকে সন্দেহাতীতভাবে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারের পর গত ২৪ এপ্রিল ওই দুজনকে রিমান্ড চেয়ে কোর্ প্রেরণ করেছে মামলার তদন্তকারী কর্কর্া। মামলার তদন্তকারী কর্কর্া (ইন্সপেক্টর) মো. লুৎফর রহমান বলেন, গত ২৪ মার্ মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের মানিকনগর গ্রামের মৃত শমসের আলীর ছেলে মো. আব্দুর রশিদ (৪২) নিখোঁজ হন। নিখোঁজের ৯ দিন পর মানে গত ৪ এপ্রিল চান্দহর ইউনিয়নের চক চালিতাপাড়া মালিখোলা চকে একটি ভুট্রাক্ষেত থেকে আব্দুর রশিদের গলিত লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে ঐদিনই নিহত আব্দুর রশিদের ছোট ভাই মো. শহিদুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামাী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এর পর থেকে নিহত আব্দুর রশিদের মোবাইল ফোনের কল-লিষ্ট পর্ালোচনা করে তার সাথে মাছ ব্যবসা নিয়ে একই এলাকার মৃত লেহাজ উদ্দিন মোল্লার ছেলে মো. রফিকুল ইসলাম এবং ওয়াইজনগর গ্রামের মো. মৃত শহর আলী বেপাড়ীর ছেলে মো. কুদ্দুস এবং নোয়াব আলীর ছেলে মো. আরজ আলীকে সন্দেতাহাতীভাবে গ্রেপ্তার করা হয়। তিনি আরো বলেন, রিমান্ডে এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
Leave a Reply