সংবাদ সারাদেশ টোয়েন্টিফোর.কম ডেস্কঃ
পাবনার আতাইকুলায় দিনে দুপুরে ব্যবসায়ীর নগদ ও চেকসহ ১৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন মৃধাকে বহিষ্কার করেছে বালাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ। বুধবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রেস বিজ্ঞপ্তিতে তারা এই সিদ্ধান্ত জানান।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরুল আলম জানান, আতাইকুলা থানাধীন সাঁথিয়া উপজেলার বৃহস্পতিপুর বাজারের ভূষি ব্যবসায়ী মুসা কর্মচারীকে সাথে নিয়ে গেল রবিবার দুপুরে আতাইকুলা বাজার শাখা অগ্রণী ব্যাংকে টাকা জমা রাখতে আসেন। পথে ওত পেতে থাকা ছিনতাইকারীরা বাজার সংলগ্ন ব্রিজের পাশ থেকে ওই ব্যবসায়ীকে মারপিট করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় মুসার চিৎকারে পাশের লোকেরা ছিনতাইকারীদের ধাওয়া করলে টাকার ব্যাগ ফেলে তারা দৌড়ে পালিয়ে যায়। ব্যবসায়ী মুসা আতাইকুলা থানায় মৌখিক অভিযোগ করলে মুহুর্তেই থানা পুলিশ অভিযান চালিয়ে থানার বৃহস্পতিপুর এলাকা থেকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন মৃধা ও তার ছোট ভাই রানা মৃধা এবং মামা শিপনকে আটক করে পুলিশ।
ইত্তেফাক/এসি
Leave a Reply