সংবাদ সারাদেশ টোয়েন্টিফোর.কম ডেস্কঃ
কথিত আছে এই টর্নেডো এতোই শক্তিশালী ছিলো যে মালবোঝাই একটি ট্রাক নদীর একপাশ থেকে আরেকপাশে গিয়ে পড়েছিলো। এই টর্নেডোতে প্রায় পুরো গ্রামই পরিণত হয়েছিলো একটি ধ্বংসস্তুপে। মারা যায় প্রায় ১৩০০ মানুষ। পৃথিবীতে এরচেয়েও বড় বড় টর্নেডো হয়েছে। কিন্তু কোন টর্নেডোতেই এতো মানুষ মারা যায় নি।
এই টর্নেডোর ধ্বংসলীলা নিয়েই বাংলাদেশের অন্যতম নাট্যকার, নাট্যাচার্য সেলিম আল দীন লিখেছিলেন তার অন্যতম বিখ্যাত নাটক “হরগজ”। ঢাকা-মানিকগঞ্জ এলাকায় এটিই একমাত্র টর্নেডোর ঘটনা নয়। ১৯৬৯ ও ১৯৭৩ সালেও টর্নেডো হয়েছে। তবে এরকম প্রাণঘাতী টর্নেডো বাংলাদেশ কেন পুরো পৃথিবীর ইতিহাসেই নেই।
Leave a Reply