নিজস্ব প্রতিনিধিঃ
পুলিশের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে । আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিংগাইর থানার ওসি ব্যতিক্রম উদ্দ্যোগ গ্রহণ করেছেন। গত ১৩ সেপ্টেম্বর সিংগাইর থানার ওসি হিসেবে যোগদান করেন মো. জাহিদুল ইসলাম। সারাদেশের ন্যায় সিংগাইর থানা পুলিশও গেল ৫ আগস্টের পর তাদের কার্যক্রম স্বাভাবিক রাখতে পারেনি। পুলিশেল ওপর থেকে জনগণের আস্থা নস্ট হয়ে যায়। পুলিশ ভালো মানুষের বন্ধু । এই কথাটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য সিংগাইর থানা পুলিশ কাজ করে যাচ্ছে। যার নেতৃত্ব দিচ্ছেন থানার বর্তমান পরিদর্শক (ওসি) । তিনি বিভিন্ন রাজনীতিক, শিক্ষকসহ প্রায় সকল সংগঠন ও জনসাধারনের মাঝে জনসচেতনতামূলক আলোচনা সভা করে চলেছেন। এরই ধারাবাহিকতায় গত ৫ অশ্বিন ২০ সেপ্টেম্বর ( শুক্রবার) উপজেলার চারিগ্রাম বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের আগে মসজিদের মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ওসি মো. জাহিদুল ইসলাম।এ সময় ওসি মো. জাহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, পুলিশ ভালো মানুষের বন্ধ, বাংলাদেশ পুলিশ আপনাদের সেবায় নিয়োজিত । ২৪ ঘন্টা সিংগাইর থানা পুলিশ আপনাদের সেবা দিয়ে যাচ্ছে। আপনারা যেকোনো সমস্যা নিয়ে থানায় চলে আসবেন। ওসি‘র মোবাইল নাম্বার ২৪ ঘন্টা চালু আছে। কেউ যদি অন্যায়ভাবে আপনার স্বাভাবিক নাগরিক সেবা বিঘ্নিত ঘটাতে চায় , তাহলে আপনি থানা পুলিশের সহযোগিতা নিবেন। আমার কাছে থানার সকল নাগরিক সমান। সবাই একই রকম পুলিশের সেবা পাবেন। কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্টি আমার কাছ থেকে কোনো ধরনের অন্যায় সুবিধা পাবেন না।যে কোনো প্রয়োজনে সরাসরি কিংবা ফোনে ওসির সাথে যোগাযোগ বা ৯৯৯ ফোন দেওয়ার আহবান জানান তিনি। জুমার নামাজের পর তিনি দেশের অন্যতম স্বার্ণের মার্কেট চারিগ্রাম জুয়েলার্স মালিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময় তাকে মসজিদ কমিটি, চারিগ্রাম জুয়েলার্স মালিক সমিতি, চারিগ্রাম বাজার কমিটি সার্বিকভাবে সহযোগিতার করার আশ্বাষ দেন।
Leave a Reply