সিংগাইর সংবাদদাতা”
পরকীয়া প্রেমিকের জ্বালাতন সহ্য করতে না পেরে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছে পুতুল (২৫) নামে এক গৃহবধূ। মানিকগঞ্জের সিংগাইরে সোমবার ভোর রাতে এ ঘটনা ঘটে। মায়ের শরীরের আগুনে দগ্ধ হয়েছে দুই বছরের মেয়ে আনহা ও পাশের বাসার এক নারী।
এলাকাবাসী ও মৃত নারীর পারিবারিক সূত্রে জানা যায়, পুতুল তার স্বামী সুমন ও সন্তান নিয়ে দুই মাস আগে ফোর্ডনগর খানপাড়া চুন্নুর বাড়িতে বাসা ভাড়া নেন। ইতোপূর্বে তারা ঢাকাস্থ কল্যাণপুর পোড়াবস্তিতে থাকতেন। সেখানে থাকা অবস্থায় পাশের বাসার গাড়ির ড্রাইভার পিন্টুর সাথে পুতুলের পরকীয়া প্রেম গড়ে ওঠে। এ নিয়ে পিন্টু ও পুতুলের পরিবারের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হলে সুমন তার পরিবার নিয়ে ফোর্ডনগর বাসা ভাড়া
তার পরেও পিন্টু সেখানে গিয়ে পুতুলের সাথে দেখা করার চেষ্টা করতেন। এতে অতীষ্ঠ হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন পুতুল। অতীষ্ট হয়ে গত রোববার দিবাগত গভীর রাতে তিনি তার শয়ন কক্ষে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেন। এ সময় পুতুলের মেয়ে আনহা মাকে ধরতে গেলে সেও অগ্নিদগ্ধ হয়। এ সময় পুতুলের স্বামী সুমন একই রুমে ঘুমাচ্ছিলেন। আগুন নিভাতে গিয়ে প্রতিবেশি রহিমা আক্তারের হাতের আঙ্গুল ঝলসে যায়।
দগ্ধ মা ও সন্তানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হলে ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় পুতুলের মৃত্যু হয়। তার সন্তানের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
মৃত পুতুলের বাবা মোহাম্মদ আলী জানান, পিন্টুর সাথে পরকীয়ার কারণেই আমার মেয়ে আত্মহত্যা করেছে।
সিংগাইর থানার ওসি আব্দুস সাত্তার মিয়া বলেন, খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply