সংবাদ সারাদেশ ২৪.কম ডেস্কঃ
ক্রিকেট ইতিহাসের পাতায় রোমাঞ্চ ছড়ানো সিরিজ কম নেই। অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক রিকি পন্টিং মনে করেন, ২০০৫ সালের অ্যাশেজ সিরিজটিই ক্রিকেট ইতিহাসের সেরা। ‘সেরা ক্রিকেটীয় স্মৃতি’ রোমন্থন করার ‘চ্যালেঞ্জে’ রিকি পন্টিংকে নমিনেট করেন ডেভিড ওয়ার্নার। সাবেক অজি অধিনায়ক নিজের সেরা তো বটেই ক্রিকেট ইতিহাসেরই সেরা সিরিজ বলে অভিহিত করেন ২০০৫ সালে হওয়া অ্যাশেজকে।
টেস্টের দ্বিতীয় সর্বাধিক রানের মলিক বলেন, ‘ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম অ্যাশেজ নিয়ে। আমি সম্ভবত আট-নয়টি অ্যাশেজ সিরিজে অংশ নিয়েছি। সবগুলোর স্মৃতি আমার মনে নেই। ২০০৫ অ্যাশেজ সিরিজটি আমার মতে ক্রিকেট ইতিহাসের সেরা। যে সিরিজে মাইকেল ভনের ইংল্যান্ড আমাদের হারিয়েছিল।
Leave a Reply