1. nasiruddinsami@gmail.com : sadmin :
নিম্নআয়ের মানুষের উপার্জনহীন মানবেতর জীবন - সংবাদ সারাদেশ ২৪
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০১:০৪ পূর্বাহ্ন

নিম্নআয়ের মানুষের উপার্জনহীন মানবেতর জীবন

  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ১৯ বার
হবিগঞ্জ সংবাদদাতাঃ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নিম্নআয়ের লোকজন উপার্জনহীন হয়ে চরম বিপাকে পড়েছে। রিকশা, সিএনজি, টমটমচালক থেকে দিনমজুর, হোটেল কর্মচারী, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি এসকল পেশার মানুষজন খুব দুঃখ-কষ্টে দিন কাটাচ্ছেন। রাস্ট্র কর্তৃক আরোপিত লকডাউনের কারনে নিম্নআয়ের লোকজন কর্মহীন হয়ে পড়েছেন। উপার্জনহীন অবস্থায় হাতে যা ছিল তাও শেষ গেছে। এখনই উপার্জনের ব্যবস্থা করতে না পারলে জীবনধারণ নিয়ে অনাগত দুর্দশার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়ছে তারা।
সরকারি নির্দেশ মোতাবেক ২৬ মার্চ থেকে সারাদেশে সাধারণ ছুটি ঘোষনা করে জনগণকে ঘরে থাকতে বলা হয়েছে। এতে দেশের সমস্থ গণপরিবহন বন্ধ হয়ে যায়। জরুরী প্রয়োজন ব্যতিত কেউই ঘরের বাইরে বের হচ্ছেন না।

ফলে খেটে খাওয়া নিম্নআয়ের লোকজন কর্মহীন ও উপার্জনহীন হয়ে পড়েছেন।শায়েস্তাগঞ্জের দাউদনগর গ্রামের দিনমজুর সমির হোসেনের সাথে কথা বলে জানা যায়, দিনমজুরের কর্ম করে আহারের সংস্থান হয় সমির হোসেনের পরিবারের। তিনি দৈনিক ৩০০/৩৫০ টাকা আয় করে কোনরকমে দিনযাপন করেন। নিরব ঘাতক করোনাভাইরাস প্রাদুর্ভাব দেখা দেয়ার পর কর্মহীন ও উপার্জনহীন হয়ে বিপাকে পড়েছেন তিনি।
উপজেলার অলিপুরে সোনার বাংলা হোটেলের কর্মচারী সিরাজ মিয়া জানায়, এ রেস্টুরেন্টে কাজের সুবাদে নিজের থাকা-খাওয়ার পাশাপাশি মায়ের জন্যও টাকা পাঠায় এ কিশোর। সে প্রতিমাসে ৩৫০০ টাকা বেতনের পাশাপাশি কাস্টমার টিপস্ মিলিয়ে প্রতিমাসে ৬ হাজার টাকার মতো হয়। সে টাকা থেকে প্রতি মাসে তার মায়ের জন্য ৩ হাজার টাকা গ্রামে পাঠায়। এখন রেস্টুরেন্ট বন্ধ থাকায় মায়ের জন্য কিভাবে টাকা পাঠাবে তা নিয়ে দু:শ্চিন্তায় আছে সে। একই সময়ে কথা হয় ব্রাক্ষণডুরা ইউপির পুরাইকলার রিক্সা চালক জনাব আলীর  সাথে,  জনাব আলী বলেন, রোজগারের আশায় রিক্সা নিয়ে বসে আছি কোনো যাত্রী নাই। করোনাভাইরাস আতঙ্কে মানুষ ঘর থেকে বের হতে না পারায় তাদের আয়-রোজগারও কমে গেছে। ফলে পরিবার নিয়ে এসব নিম্নআয়ের মানুষ চরম দুর্ভোগে আছেন।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন করোনা ভাইরাস থেকে সুরক্ষা ও সচেতন করতেই এসব নিম্নআয়ের মানুষকে ঘরে রাখতে তাদের মাঠে থাকতে হচ্ছে। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান বলেন চলমান এ সংকট কাটিয়ে উঠার জন্য সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। উপজেলা প্রশাসন প্রধানমন্ত্রীর সহায়তা আজ থেকে বিতরণ শুরু করবে। নিম্নআয়ের মানুষদের কিভাবে ভালো রাখা যায় সে লক্ষ্যে কাজ করছি তারা। শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া বলেন তার পৌরসভার  ২৫ ভাগ মানুষ নিম্নআয়ের। তিনি ইতিমধ্যে প্রতিটি ওর্য়াডে নগদ অর্থ সহায়তা প্রধান শুরু করেছেন। শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বলেন জেলা প্রশাসনের চাল সহায়তা ইতিমধ্যে তিনি বন্টন করেছেন। তিনি আরো বরাদ্ধের জন্য চেস্টা করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2023 SangbadSaraDesh24.Com
Theme Customized By BreakingNews