“মানবতার কল্যাণে ত্রাণ বিতরণ” এই স্লোগানে দেশের এই করুণ অবস্থায় নবাবগঞ্জবাসীর পাশে এসে দাড়িয়েছেন ফজলুর রহমান ফাউন্ডেশনের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান এবং ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহামদ নূর আলী।
ফজলুর রহমান ফাউন্ডেশন ও ইউনিক কল্যাণ ট্রাস্টের পক্ষ হতে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পর্যায়ক্রমে সাড়ে ছয় হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হবে। এতে করে এ উপজেলার কর্মহীন, অভাবগ্রস্ত, দুস্থ অসহায়, ও হত দরিদ্র মানুষ খাদ্য সহায়তা পাবেন। গতকাল উপজেলার কলাকোপা ইউনিয়নের পাঁচশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর আগে চুড়াইন ইউনিয়নের এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এব্যাপারে কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল জানান, আমরা দুই জন কৃর্তীমান মানুষ পেয়ে নিজেদের খুবই ভাগ্যবান মনে করছি। দেশ বরেণ্য শিল্পপতি হয়েও তারা তাদের জন্মস্থানকে ভুলে যায়নি। যেকোন বিপদেই আমরা তাদের পাশে পেয়েছি।
আমি কলাকোপা তথা নবাবগঞ্জবাসীর পক্ষ হতে তাদেরকে ধন্যবাদ জানাই।
ত্রাণ বিতরণকালে ফজলুর রহমান ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তা ও নেতৃবৃন্দ এবং ইউনিক কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি হিসেবে ইউনিক ইস্টার্নের সহকারী ব্যবস্থাপক মুসফিকুর রহমান পলাশ ও মনজুর হোসেন রিংকু উপস্থিত ছিলেন। সেই সাথে ত্রাণ বিতরণে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন।
Leave a Reply