1. nasiruddinsami@gmail.com : sadmin :
নবাবগঞ্জে বাস্তবের খাদ্য সামগ্রী বিতরণ - সংবাদ সারাদেশ ২৪
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০২:৩২ পূর্বাহ্ন

নবাবগঞ্জে বাস্তবের খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ৬০ বার
VLUU L100, M100 / Samsung L100, M100

নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতাঃ

মহামারি করোনা ভাইরাস প্রাদুভাবে ঢাকার নবাবগেঞ্জের কর্মহীন,বিদেশ ফেরত অভিবাসী, মহিলা প্রধান পরিবার, শ্রমিক ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে এনজিও সংস্থা‘বাস্তব”। সংস্থার সেফ মাইগ্রেশন প্রজেক্টের আওতায় আজ ৬ মে (বুধবার) সকাল ৯ টায় উপজেলা সদর  কার্য়ালয় থেকে ও  দুপুরে নয়নশ্রী ও বান্দুরা এলাকার শতাধিক পরিবারেএসব বিতরণ করা হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় ও ইউকেএইড এতে অর্থায়ন করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, তিন কেজি আলু, ১  কেজি তেল,দুটো সাবান ও দুটো মাস্ক দেয়া হয়। বিতরণকালে উপস্তিত ছিলেন সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক মুহাম্মদ আখতারুজ্জামান, এলাকা ব্যবস্থাপক রফিকুল ইসলাম মিজি, শাখা ব্যবস্থাপক মোছা, মাকসুদা রহমান হিসাবরক্ষক আজাহারুল ইসলাম, মাঠ কর্মকর্তা সীমা ঠাকুর ও উম্মে জাহান সুইটি,সমাজকর্মী একেএম নাসির উদ্দিন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2023 SangbadSaraDesh24.Com
Theme Customized By BreakingNews