ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দুর্নীতিবিরোধী মৌন মিছিল, মানববন্ধন, প্ল্যাকাড প্রদর্শন ও সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা সদরে এ কর্মসূচি পালন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। এতে জনপ্রতিনিধি, রাজনীতিক, সুশীল সমাজ, শিক্ষক, ব্যবসায়ী, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দুপুর ১২টায় কলাকোপা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে দুর্নীতিবিরোধী মৌন মিছিল বের হয়। মিছিল নিয়ে উপজেলা ফটকের সামনে ঢাকা-বান্দুরা সড়কের পাশে মানববন্ধনে দুর্নীতি বিরোধী প্ল্যা-কার্ড প্রদর্শন করা হয়। পরে কলাকোপা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে দুর্নীতিবিরোধী আলোচনা সভা করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান ভূঁইয়া সভা সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন- শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কুমারী মাধুরী বণিক, কলাকোপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালাম প্রমুখ।
Leave a Reply