সংবাদ সারাদেশ টোয়েন্টিফোর.কম ডেস্কঃ
ঢাকার নবাবগঞ্জে করোনাভাইরাসে মৃত্যুবরণকারী ব্যক্তির গোসল, জানাজা ও দাফনের দায়িত্ব নিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল । এর জন্যে তার নেতৃত্বে বাস্তবায়নের জন্য ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেলকে টিম লিডার করে এ কমিটি করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, হাফেজ মাওলানা মো. হাবিবুর রহমান, মুফতি শেখ বুরহান উদ্দিন, মাওলানা ফয়জুল হক, হাফেজ মিজানুর রহমান মিজান, মাহমুদুল হাছান, মুফতি মো. মামুনুর রশিদ, হাফেজ মো. বাইজিদ খান, নাইম হাছান, মুন্না মিয়া, আশিকুর রহমান।
করোনায় মৃতদের কাফন দাফনের টিম লিডার তাবির হোসেন পাভেল জানান, পৃথিবীতে কেউ চিরস্থায়ী বেঁচে থাকবে না। তাই এমন কাজ করে যেতে চাই যেন মানুষ মৃত্যুর পরও আমাদের ভুলে না যায়। মোট কথা আমরা দুনিয়ার শুনাম-সম্মান কামানোর জন্য নয় আখিরাতে এর প্রতিদান পাওয়ার আশায় আমরা এধরণের কাজ করার উদ্যোগ নিয়েছি। তবে আল্লাহর কাছে দোয়া করি নবাবগঞ্জ উপজেলায় এই ভাইরাস দিয়ে কারো যেনো মৃত্যু না হয়। সেই সাথে অচিরেই আল্লাহ যেন এই ভাইরাস নামক গজব তুলে নিয়ে এই সুন্দর পৃথিবীকে শীতল করে দেন। যদি কেহ মারা যান তাকে দাফনের ব্যবস্থা করবো ।।
Leave a Reply